সায়াহ্নে এক অন্ধকার গলি,
বিষয় ভিড় লোকের সেই পথে।
ফিরে চলেছে লোক পরিশ্রান্ত মনে,
বাঁধমুক্ত তটিনীর লহরীর সাথে।
মনের ক্ষুধা মেটানোর তাগিদ মনে,
ক্ষুধা আর খাদ্যের খোঁজে।
বাহু মেলে খাদ্য স্রোতের অবগাহনে ডাকে;
নিমজ্জন নিজেকে ক্ষণিকের ডাকে।
মুক্ত তটিনীর লহরীর ফিরে বলে,
হৃদয়ের খাদ্য পরিতৃপ্ত রাতে।
হঠাৎ কোন এক ক্রন্দনে,
পাষাণ গলি চিৎকার করে কাঁদে।
ফিরে উঠে দেখি মুখপানে,
লুঠিয়ে কাঁদে বারাঙ্গনা নিমজ্জনে।