আজ সাততলার ব্যালকনির জানলায়,
মনে হয় কখনো তোমার ছোঁয়ায়-
অনুভূতি গুলো জেগে উঠে ভাবনায়।
ঝর্ণার শব্দ শুনি রোজ মনের কোনায়-
পেঁজা তুলো হয়ে..
আবার খোলা আকাশে উড়েও যায়।
এক স্বপ্নালু আবেগী সন্ধ্যায়,
কখনো তোমার স্মিতির কলোরব শোনায় ,
আবার জীবনের সব হারানো অভাব ফেরায় ।
আমার মনের যত অভাব অনুতাপ-
এখন পরিনত পাগল করা বিচ্ছুরিত উত্তাপ।
এক আকাশ পারিজাত গন্ধ মনে মাদকতা আঁকা,
আস্তে আস্তে গলায় হিমশীতল অ্যান্টার্কটিকা।
অনেক অপমান দুঃখ সঞ্চিত ভালোবাসার,
একটা অলিখিত চুক্তিতে হয় হৃদয়ের স্বাক্ষর।
যেখানে শুধু দিশাহারা আবেগী প্রেমের টান,
আর থাকে বারোটি মাসে চিরবসন্তের গান।
এখন পারিজাতের গন্ধ দিয়ে মাখিয়ে-
নতুন করে জীবনের ভালোবাসা তাকিয়ে।