মানবতার  ইতিহাসে সেদিনগুলো কি সবাই  ভুলে গেলে,
মোটা মানুষ আর ছোট্ট ছেলে প্রলয় করে  ধংসাবশে,
ছাই হওয়া ওই শরীর থেকে রক্তে ভেজা কাপড়গুলো
অবোধ শিশুর  ক্রন্দনতে হারিয়ে  গেছে অন্ধকারে ।

যুদ্ধ আর খমতার লোভে মানুষ করে নিধন ক্রীড়া,
কি অপরাধ সেই শিশুটির জন্মেই যে গেল কালের ছায়ায়,
রাতের সেই নতুন প্রমের জীবন যখন সকাল বেলায় চিতায় ওঠে
নিষ্ঠুর ওই পরিনতি  কি দেবে এই জগতে ?  

ছোট্ট দেশের নিস্তব্ধতা চোখ যে ভেজায় অশ্রুজলে,
অগ্নি গোলক আগুন নিয়ে প্রলয় করে হিরোসিমা,নাগাসাকিতে ।
সৃষ্টির ওই ধংসলীলায় যুদ্ধ থামে এক লহমায়,
কি পেল মানুষ বিজ্ঞানের ওই আবিষ্কারে,  
শুধুই দেযে মৃত্যুর মিছিলের স্তব্ধ এক নিরবতাতে।

আজও সেই অভিসম্পাত তাড়া করে যে দুঃস্বপ্নকে,
স্কুলের সব পডুয়ারা যে পারে সেদিন আর পড়া দিতে,  
নিয়তি যে হার মেনেছে নতুন দেশের  জীবনমেলায়।
কত কাল কেটে গেল হে উদীয়মান সূর্য প্রতাপ।
আর যেন কেউ ভুল  না করে  জীবনের ওই মৃত্যুলীলায়।

সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কলিকাতা
৯৮৩১৮৪০১৯৬