শুরু হলো এক সাথে পথ চলা,
দুটি আঙ্গুলের স্পর্শে অন্তরঙ্গতা।
প্রেমের অনুভূতির আকর্ষণ,
গ্ৰহণ সম্পর্কের মেকি অলংকারের,
হৃদয়ে ছিলো না স্থান প্রেমের।
ঘুমন্ত আগ্নেয়গিরির হয়েছে নিদ্রাভঙ্গ,
বোধদয় হয়েছে প্রেমের..
হয়তো রোমিও নেই,
নেই জুলিয়েটের কথা..
তবু এক স্বপনের বোঝাপড়া।
আজ মনে বিদ্ধ কিউপিডের বাণ,
হৃদয়ের মিলন -দিয়েছে প্রমাণ।
শতাব্দীর ভালোবাসা মনে ভেসে,
ভয় হয় হবে না তো,
কোনো পার্শ্ব প্রতিক্রিয়া।
হোক তবু প্রেম কিউপিডের মতো-
ঈশ্বরীয় দান।