স্থাপত্যের স্মৃতিসৌধ আজও দন্ডায়মান
ফিরাউনের অমরত্বের ইচ্ছে ছুঁয়েছে আসমান।
খুফুর পাঁচ সহস্র বছরের ইতিহাসের ডাক,
আজও মনের প্রশ্ন নিরত্তর সব নির্বাক।
মেসোপটেমিয়ার সৃষ্টি প্রাচীন সভ্যতা,
রহস্যময় ইতিহাসের প্রাচীন ইতিহাসের প্রথা।
প্রেমে কোথাও রানীর অমরত্বের অবস্থান,
ফারাওদের চিরকাল পাশে থাকা বিদ্যমান।
গিজায় ছোট বড় স্থাপত্যের নিদর্শন ,
কোথাও অভিশপ্ত জীবনের কথন,
কোথাও পরিতৃপ্তির সৃজনের বপন।
পিরামিডের পাথরে খোদাই কত স্বপ্ন,
বন্দী করা আছে জীবনের অজানা দর্শন।