অভিসপ্ত বিভীষিকাময় সকাল এসেছিল
চারিদিকে শুধু ধোঁয়া হাহাকারের চিৎকারে বেসামাল
ধংসস্তূপে হতভাগ্য মানুষগুলোর হারিয়ে যাওয়া কথা
টেলিফোনের ঘন্টি অবিরাম অযথা বেজে যাওয়া
ললাটের লেখনীতে ছিল অজানা বেদনায় ভরা ব্যথা।
আত্মগরিমা করেছে চূর্ণবিচূর্ণ আত্মদাম্ভিকতার স্তম্ভ
ধর্মের নামে প্রবঞ্চনা করে অভিসপ্ত দম্ভ
ধংসে ভূপাতিত পৃথিবীর বুকের গরিমাস্তম্ভ
মানুষ ভোলেনি আজও সেই হত্যার চক্রান্ত ।
হারিয়ে গেছে পৃথিবীর বুকে আত্মঃ অহঙ্কারের বীজ
ধর্মের নামে রক্তিমতার বীজ বপন করেছিল যারা
অসহায়তায় অন্ধকারে হারিয়েছে তারা
সত্যের জয় সর্বত্র অবসম্ভাবী ।