নিদারুণ শীতে কম্পিত সব জীবন,
নিত্য প্রভাত দেখে নিহারিকার ভ্রমণ।
নিদারুণ শীতে বন্ধ প্রাতঃ বিচরণ,
নিঃস্তব্ধতা আজ যেন শুধু পথের সুজন।
নিঃস্তব্ধ রাতে শিশু ফুটপাতে পড়ে,
নিবারণের কাঁথাটুকু নেই সে পরে।
নিস্তার নেই তার শীতের রাতে,
নির্যাতনের রাত শুধু শুয়ে কাটে।
নিখাদ ভালোবাসা সে নাইবা পেল,
নিশ্চুপ নিরবতা তার মনকে আঁকে।
নিতান্ত অবহেলিত পরিচয় রাতে কাঁদে,
নির্বাসিত শিশু স্বপ্নে পরিচয় খোঁজে।
নিজস্ব স্বপ্নকে সে আলোয় দেখে,
নির্ভেজাল মনে পরকে আপন করে।
নিহারিকা সরে যায় স্পষ্ট সে আজ মনে,
নিশ্চিত আজ তার জীবনের পথে।