পুজার দিনের মাদুলতা,ঘোচায় সকল ব্যাকুলতা ।
ওই ছোট্ট মিনি,চাঁপা,ডালি,চোখে তাদের আশার ডালি ।
নতুন জামা পরনে পরে হবে কি দেখা মায়ের মিষ্টি মুখের
আজও তো মা এল না ঘরে,তাড়াতাড়ি এই পুজোর দিনে,
মনে কোনায় সন্ধ্যাবেলায় উঁকি দিয়ে যায় অন্ধকারের চোরাবালি ।

আশায় তাদের জীবন কাটে, প্রতিটি বছর শেষ দশমী পরে  
তবু হয় না কভু তাদের নতুন জামা পরা ।
মিনি,চাঁপা,ডালির চোখে শুধুই ভাসে এক স্তব্ধ নিরাশা,
বাবুরা কেন দেয় না মাকে,সময়ে করে উপরি পাওয়া ।

হবে না কি এবার ঠাকুর দেখা তাদের নতুন জামা পরে ?
মা এসেছেন এবার নৌকা করে,গমন হবে ঘটোক চড়ে,
সবার গ্লানি মনে রেখে জগতমাতা যে সব হরণ করে,
জ্বলবে না কি এবার তাদের কাছে নতুন আশার প্রদীপ ।

এমন কথা ভেবে যে তাদের মনের ভিতর কান্না আসে
বাবাটা যে তাদের অনেক কষ্টে আছে,
পথ্য খেয়ে বেঁচে আছে ,ভাবে
হবে না কি সকল কষ্ট লাঘব,কবে ঘুচবে মোদের গ্লানি ?  
জীবন কি শুধুই বার্থ আশা ,রোজ ওই নিরাশা দেখা
এমনই ভেবে ভাবসাগরে তারা ডুবে থাকে  ।

হঠাৎ এক মস্ত গাড়ি থামল ঠিক ব্রিজের নীচে,
সম্মুখে তাদের আস্তানাতে যেন গভীর অন্ধকুপের মাঝে,
এক উজ্জ্বল প্রদীপ প্রজ্বলিত নতুন করে ,
নামলেন এক অপরুপ নারী মুখে তাঁর মায়ের হাসি,
হাতে নতুন কাপড়ের ডালি,মায়ের কাছে এসে তিনি
তুলে দিলেন  নতুন জামা কাপড়ের ডালি ।

ওই ছোট্ট মিনি,চাঁপা,ডালি,ভাবে আছে তো কত বিত্তশালী
তবু দেখি না তাদের মনে এমন মায়ের ন্যায় স্নেহভাতি ।  
মানুষের মনের বেদনা,কষ্ট সবাইকে নিয়ে পথ চলাই
যে জীবনের মুল চাবিকাঠি,
মায়ের মনের এই বিশালতা, ভুলাছে কি নতুন সব নবীনচেতা ।

কেউ যে কোনদিন সঙ্গে করে নিয়ে যাবে না যে কিছু সাথে করে
বাস্তবের এই ধ্রুবসত্যি, ভালবাসা কে সাথে করে ।
কবে হবে সবাইকে ভালবেসে আপন করে হবে কবে নতুন পথ চলা  
ভালবাসা আর উদারতা জীবনের যে সকল সুখের সার্থকতা ।
শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
৯৮৩১৮৪০১৯৬
কলিকাতা