আঁধার রাতে ছোট্ট ঘরে হাড়িকেনের আলোয় জীবন
রাতের শোষণ বাঁচিয়ে রাখে রোজ সকালের মরণ
মনের কোনায় আজানা শঙ্কা রাতে লুকোচুরি খেলা খেলে
অবাস্তব স্বপ্ন দেখা এই জীবনে নিষেধ আছে।
অক্টোপাসের হাতগুলো চারপাশে রোজ করছে নড়াচড়া
কখন তার আলিঙ্গনে রচিবে মোর জীবনের নষ্টকথা।
আকাশে সেদিন সোনালী রৌদ্রে শুরু নতুন স্বপ্ন দেখা
ভেবেছিলাম আজ অন্ত হবে রোজ দেহ মনের ভ্রষ্ট কথা
আবার তোমার হাত ধরে শুরু হবে নতুন ভালোবাসা
অপেক্ষারত মনে থাকে তোমার সেই রাতের আশার কথা।
মুক্ত হয়ে বাঁচার এক অদম্য ইচ্ছা মনের
সকালের শেষে রাত আসে পুনঃ অভিসপ্ত অন্ধকারের
অক্টোপাশের হাতগুলো আবার আমায় আঁকরে ধরে
বন্দী জীবন কলুষিত দেহ রোজকার মতোস্বাধীনতার
ভিক্ষা করে ।
আজ আমি মুক্ত অক্টোপাসের বন্ধনের
কলঙ্কিত শীতল দেহ পড়ে আছে ঠান্ডা ঘরের অন্দরে
কেউ বোঝে না কত অসহায় জীবন ছিল কলঙ্কের
অক্টোপাসের পাপে সমাজ মৌন নেই দংশন বিবেকের
ফুলের গন্ধ শেষ তাই পড়ে আছে লাবারিস ঠান্ডা ঘরে।