কারাগারের ঘন অন্ধকারে,
হারিয়েছে জীবন অন্তরালে।
স্যাঁতস্যাঁতে কোঠরীতে পচে মরা,
মনের মাঝে বদ্ধ জটিলতা।
বেঁচে থেকে রোজ পচে মরা,
একাকিত্বের দহনে পোড়া।
এক চিমটে রৌদ্র ছটা,
ঘুলঘুলির ফাঁকে আলো দেখা।
আশা নিরাশার মধ্যে দোলা,
মনে স্বাধীনতার স্বপ্ন দেখা।
নিরত্তর বেষ্টনীকে হাসতে দেখে
কারাগারের গরাদ বুকে বেঁধে।
যন্ত্রনা আর কষ্ট মনে রেখে,
আত্মগ্লানি রাত রোজ হতাশা দেখে।
রাতের ঘুমে মাঝে শুধু শব্দ শুনি,
কানে রোজ বাজে লাঠির ভীতি।
আশার শুধু বেঁচে থাকে,
এক চিমটে আলোর বাতি।