ছাব্বিশ এগারোর বাতাসের গন্ধ এখনো তাজা,
ভুলিনি বর্বরতার বারুদের গন্ধ আজও।
মানবিকতার চরম অপমান মৃত্যু কত,
চক্রান্তের পরিনতিতে হয়েছিল কত হতাহত।
হিংসার বলি সকলে দিনে রাতে,
নরকের জল্লাদের তান্ডবে কত কাঁদে।
গহন অন্ধকার আচ্ছন্ন বিধর্মী মনে,
তান্ডব যত ছিলো সব মানষিক অবসাদে।
কত শিশু পিতা হারানোর শোক,
স্বামী স্ত্রীর চির বিরহের ক্ষোভ।
ভুয়ো ধর্মের নামে রাজনীতি সব,
নিচ্ছে কিসের প্রাণ কিসের প্রতিশোধ।
ভারত ভূমির সুপুত্র রোজ পাহারায় থাকে,
নরকের কীট পরিষ্কারে স্বচ্ছতা আনে।
বিভেদের মাঝে একতা আমার দেশে,
সত্যমেব জয়তের শপথ রোজ পাঠ করে।
মাতৃবন্দনা দিবারাত্র মনে প্রাণে জেগে,
জন্ম থেকে জনগণ মন্ত্র উচ্চারণে সাথে।
পাপিষ্ঠের মনোবাঞ্ছা বৃথাই চেষ্টা কত,
সেদিনের শহীদেরা হৃদয়ে প্রত্যহ বেঁচে আছে।