হৃদয়ে একুশের স্বাধীনতা
হৃদয়ে মননে আজ ভালোবাসার দিনখানি,
জীবনে নতুন পরিচয় দিয়েছিলো হাতছানি।
ইতিহাসে আছে কত শত আত্মদানের মিছিল,
তাই স্বপ্নে নিয়ে পথ চলেছিলো একুশের দল।
আগামী দিনের স্বপ্নের প্রতিষ্ঠা রূপায়ণে,
বুকে কত দুঃখ রেশ আর অভিমান মনে।
মাতৃভাষা স্বীকৃতির স্বপ্নে সব ছিলে মগ্ন,
দেখেছিল ভাইয়ের রক্তে রাঙানো স্বপ্ন।
একরাশ স্বপ্নের ভালোবাসায় পথ ছিলো রুদ্ধ,
শূন্য মনে ভাইয়ের রক্তে রাঙানো বাংলাভাষা।
দেখেছি তোমাদের নির্জীব প্রাণহীন দেহে পথে,
সব শেষ হয়নি তখন শহীদ নামে একসাথে।
আজ নবজন্ম গাইছে অমর একুশের গীতি,
ভাষার প্রতিষ্ঠা পাবার স্বপ্নের বেদনার স্মৃতি।
ভুলিনি আবুল,আবদুল,আবদুসের আত্মবলি,
আজও মনে পরে করুণ দিনের শহীদের বলি।
অমর একুশে কি বলা যাবে তাদের,
দেখো তোমরা নেই আছে তোমাদের কথা ।
বলবো আমাদের মনে প্রাণে জেগে মাতৃভাষা,
অমর শহীদের রক্তে মাতৃভাষার ভালোবাসা।
আজ বিশ্বে বাংলার স্থান সেরা ভাষার দলে,
আমার মাতৃভাষা বাংলা জেগে উঠুক ঘরে ঘরে।