একটাই মানুষ , অফুরন্ত উচ্ছাস
অঙ্ক, ভূগোল, সব শেষে ইতিহাস ।

অতীত খনন, নিঃস্ব , নির্বিকার
রমন্থন শরীর জুড়ে, ভুল অঙ্গিকার ।

এক পা দু ‘পা, হোচট খাওয়া পায়ের ছাপ
অনুসরন , চলতে শেখা আরো এক ধাপ ।

শেষের শেষ, একলা চলা শিরদাঁড়া
আরো একবার ফঁসকে যাক, না পাওয়া ।