ঘরের কোনে কোনে ঝুল জমেছে
সাথে হৃদয়ের দেওয়ালেও ।
রোজ দেখছি ,পরিষ্কার করছি
আবারও জাল বুঁনছে মাঁকড়সা।
ভেবেছি আর পরিষ্কার করব না ।
কারো ঘর ভাঙার অধিকার তো আমার নেই
কেন কারো ভালোবাসায় ভাগ বসাবো !
তার চেয়ে ও'রা আমার শরীরে জাল বুঁনুক
আমাকে আশ্রয় করে বেঁচে থাকুক
যতদিন আমি আছি একাকিত্বে, একলা ঘরে ।