তোর মতই হতে চেয়েছি বার বার ।
হতে আর পারলাম কই...
তোর যা প্রতিপত্তি !
তার কাছে আমি দেওয়ালে জমা শ্যাওলা ।
জমে জমে বড় হচ্ছি
কিন্তু কেউ ছেঁটে দিয়ে যাচ্ছে ।
আবার নতুন করে শুরু করা,
হামাগুড়ি, দেওয়াল ধরে হাঁটা
হাঁটতে হাঁটতে হচট খেয়ে পরে যাওয়া ।
এটুকুতেই স্থির আজ পর্যন্ত ।
কাল কি হবে যানিনা
হয়ত আবার হামাগুড়ি দেওয়া
থেকে শুরু হবে, নয়ত বা
হচট খেয়ে পরে যাওয়া থেকে ।
যাই হোক, পরোয়া করি না
কাল তো অবার নতুন জন্ম পাবো ।
সেই আনন্দেই পরে যাওয়াটা-কেই
সুখের বৃষ্টি ভাবি ।