একটা দুটো খোলা চঠি
ভিজছে, ভিজুক ক্ষতি কি ।
উড়ে যাক দিগন্ত পেরিয়ে
যেখানে মেঘেরা স্নান করে ।
ব্যাস্ত শহর গিটার বাজাই
নিঃস্ব পথিক এঁটো খাবার কুড়ই ।
মন দরিয়া মাইলস্টোন পেরই
আমি, একেকটা দিন ফুরোই ।
পাশবালিশ স্বপ্ন জমাই
কার জন্য ? অজানায় রয়ে যাই ।
মন নীল রঙ হতে চায়
অচেনা আগুন বাঁধা হয়ে দাঁড়াই ।