পারফিউম টা বেশ মাতাল করা
কাঁধের কাছে ? না ,শরীর জুড়ে ।
কফি কাপে নিভন্ত ধোঁয়া
আমার নজর চোখ দুটিতে ।
বাইরে বর্ষা , ঘোর শ্রাবণ
আমরা বেশ ভালোই আছি এক চিলতে ।
রোদ মাখানো মূর্খ আদর
সুযোগ পেলেই নিয়ম ভাঙে ।
নিয়ম মেনেই ভিজেছে এই শহর
আমার আজ দারূণ খবর ।
রেলিং গুলো হাসছে সহজ
সাথে গল্পের সাত কাহণ ।
দই ফুচকা ছাতা মাথায়
ফুচকাওয়ালার হিসেব চরম ।
ভীড় শহর কলাহল হারায়
আমরা এখন স্বাধীন মানব ।