অন্ধকার ঘরের এক কোনে দাড়িয়ে,
উপলব্ধি দেওয়াল ভাঙে কারো আধো আলো অস্তিত্বে ।
আমার চোখে জ্বলছে হ্যারিকেন ,
ওর সাধ্য কম , সৌন্দর্য অনেক ।
সাধ্যমত উন্মচন করছে অন্ধকার ,
সাঁঝ বেলার রাঁঙা রবির অভিমান ।
সোনালী আভার ও পারে একখানী নারী,
নীরব, হাতের উপর থুতনি ।
কপালে চাঁদ পানা টিপ ,
হ্যারিকেনের আলোয় তুমি অপরূপ ।