আমি সেই একই আছি
আগের মত রুক্ষ , নিতান্তই সরল ,
বদলাইনি কিছুই এ বুকের পাজরে ।
মাথার উপর জট ধরেছে ,
দু-গাল জুড়ে স্মৃতির বেদনা বাড়ছে ক্ষনে ক্ষনে ।
হাতে ধরেছি বাঁশের সুর ।
ঘর ছেড়েছি সেই কবে
যখন তুমি অশ্রুমতি ,
পথে ঘাটে সুর বাঁধি উদাস হয়ে ।
নদীর পাড়ে পোড়া বাঁশির টান
সেথাই চলি জোনাকির খোঁজে ,
একলা এ-পথ , নীরব যাত্রা ।
এবার বোধহয় সময় হল...
যাওয়ার আগে গান বাঁধব আরেক খানি ,
তুমি-ই হবে সারমর্ম , তুমি-ই হবে গানের কলি ।
চোখের তারায় তুলসি মাখা, নিথর দেহ ।
পারলে এসো একটু ক্ষানিক
হেথাই, আমায় শেষ দেখাটা দেখতে পাবে ।