তোমার প্রতিলিপি রা আজ পরশ বিহীন ।
মোহ জড়িয়ে রেখেছে মুখের মিছিলটাকে ।
অবিরত রক্ত ক্ষরন নিলয় অলিন্দে ।
এদিক থেকে ওদিক বাধাহীন আবহমান যন্ত্রনা ।
তিল তিল করে গড়ে ওঠা ঘৃনা আজ অতিত
একলা আকাশ হয়ে উড়ে যায় নীল দিগন্তে ।
অভিমানের অসংখ্য ভীর দেহ জুড়ে ,
বাধছে জমে থাকা সৃষ্টির আবেগে ,
ফিরছে একলা হয়ে নীরবে ।
নিস্তব্ধতা ঘিরে এক মায়াহীন যন্ত্রনা
ছুটে যায় রক্তাক্ত জাল গুলো বেয়ে ...!