নিদ্রাহীন চোখের পাতা...
অবিরাম ঝরে যায় দৃষ্টি অন্ধকারে ।
জোনাকি-রা নিয়ন জ্বালে অঝরে ,
বালিশে ভাবনারা ভেসে যায় চোখের জলে ।
সুপ্ত সব ইচ্ছেডানা আগুন মাখে গায়ে প্রতিপলে ।
নিঃসঙ্গতা আঁকিবুকি কাঁটে...
বিছানার এ প্রান্ত থেকে ও পান্তে ।
নীল দিগন্তে ভেসে যায় এ শরীর ।
হৃদয়ের ক্যানভাস জুড়ে শুধুই নীরব অপেক্ষা ।