এক বট বৃক্ষ আমি,
আমার সমস্ত শরীর থেকে বেরিয়ে এসেছে যন্ত্রনা,
আমার দেহ থেকে নেমে লুটোপুটি খায় মাটিতে,
আমি মাটির গন্ধ বড্ড ভালোবাসি ।
মাটির বুক চীরে উঠে
আকাশ ছুতে চেয়েছি অফুরন্ত ।
আমার বয়স এখন একশত বসন্ত ,
আরো একশত বসন্ত নাহয় ...
তোমার জন্যয় রয়ে যাব এক পায়ে দাড়িয়ে,
তোমার বসন্তের দিনে,
বর্ষার দিনে ও চাইব তোমায় কাছে ।
কত পাখি, পোকা আমার দেহে...
প্রেম করে, অভিমান করে,
আমি সাক্ষি হয়ে থাকি অনুরাগের ।
রাতে জোনাকি রা আমার ঘন চুলে মায়াজাল বোনে ।
আমার মাথায় চাঁদ এসে ঘুমিয়ে পড়ে নীরবে ।
আমি শুধু জেগে থাকি পলক বিহীন ।
ক্লান্তি তে নির্বিকার মনে হয় নিজেকে ।
আরো একশত বসন্ত নাহয় ক্লান্তিতেই বাঁচব...
শুধু তোমার শৈশব, যৌবন, পৌড় দেখার অপেক্ষায় !