হৃদ মাঝারে রাখবো তোমায় ।
রাখবো তোমায়, চোখের মাঝের মণি করে ।
আকাশ ভেঙে বৃষ্টি এলে
রাখবো তোমায় মনের ঘরে ।
দেবো তোমায় চাঁদের আলো ।
দেবো অন্ধকারের আগুন পরশ ।
দেবো এক গোছা ভালোবাসা ,
থাকবে যা সারা জীবন ।
ব্যার্থ আর হবোনা আমি ।
রাখবো এবার হৃদ মাঝারে ।