আমারও কিছু কথা আছে...
আমিও কিছু বলতে চায় এ সমাজের সামনে ,
আমরা তো মাটির মানুষ ,
আপনাদের এক টোকা তেই ভেঙে পরি তাসের ঘরের মতো ।
আপনাদের পায়ের তলায় থাকি বারোমাস ।
শীত,বর্ষা, গীষ্মেও আমরা খোলা আকাশের ছায়ায় থাকি ।
চাঁদ দেখি রোজ, তবে ক্ষুধা ভরে না ।
ভুখা পেটে কি আর সৌন্দর্য্য আসে ?
আপনাদের ফেলে দেওয়া খাবার তুলে নি ই মুখে ।
আপনাদের দয়া তেই বেঁচে আছি বাবু ।
আমাদের কোন ব্যাঙ্ক একাউন্ট নেই ,
শুনেছি আপনাদের তো বিদেশের ব্যাঙ্কেও টাকা আছে ।
কালো টাকা , না কি একটা বলে ?
বুঝিনা বাবু, আমরা ওসব বুঝিনা ।
শুধু একটা অনুরোধ আপনাদের কাছে,
আমাদের ও একটু বেঁচে থাকতে দিন ।
আমরাও চাঁদের সৌন্দর্য্য কে প্রেমে পরিণত করি ।
আমাদের মাংস, পোলাও চায় না...
দু-মুঠো ভাত দিননা আমাদের ।
আমাদের ছেলেমেয়ের জন্য একটা ইস্কুল করে দিননা ।
লেখাপড়া করে বড় হওয়ার সুযোগ দিন ।
আমাদের , শহরের বড় বড় উচু বাড়ি চায় না ।
মাথা গোজার এই ঝুপড়িখানি পুড়িয়ে দেবেন না বাবু ।
পূজোয় আমাদের ছেলেমেয়ের দামী আতস বাজি চায় না,
আমরা দূর থেকেই আকাশে বিস্ফরিত আপনাদের
আমোদ প্রমোদ দেখব নিঃশব্দে ।
আপনারা তো সমাজের রক্ষাকর্তা,
আমাদেরও বাঁচতে দিন বাবু ।
আমরাও তো এই সমাজের মানুষ ।
এই পশু সুলভ মানুষ গুলোকেও স্বপ্ন দেখা র সাহস দিন ।
এই সমাজের আলোক উদ্ভাসিত মঞ্চের ...
অন্ধকার কোনে আমাদের একটু ঠাই দিন ।