এই ভীর শহরের কোলাহলে
হারিয়ে ফেলেছি কন্ঠস্বর।
যানজট পেড়িয়ে যখন
এসে দাড়ালাম তোমার সম্মুখে,
একটিও ভাষা অবশিষ্ট ছিলনা
বুকের পাজরে । পাজরের দেওয়াল
ভেঙে হৃদয় খানি ছিল শুধু
দেওয়ার । দিয়েও দিলাম নিজের
অগোচরে ।শান্ত, নির্মল,সেই সন্ধায় ।