আজ আবার তোমাকে দেখলাম,
দেখলাম আবার মুগ্ধ হয়ে।
তুমিও তাকিয়ে দেখেছিলে আমায়,
ভুল করে কিনা জানি না।
আমার খুব ইচ্ছা করছিল
তোমাকে জিজ্ঞাসা করতে কেমন আছ,
কিন্তু আমি পারিনি, শুধু বিবশ হয়ে
দাঁড়িয়ে রইলাম, সেই আগের মতই
মুগ্ধ হয়ে তোমার চোখের মায়ায়।
তারপর কি সহজভাবে তুমি চলে গেলে
একা একাই ধীর পায়ে হেঁটে,
রাস্তা পেরিয়ে ওপারের দিকে।
আমার ইচ্ছা করছিল আমিও ছুটে যাই
তোমার কাছে,কিন্তু দাঁড়িয়ে ছিলাম
সব ভুলে শুধু তোমাতেই বিলীন হয়ে।
তোমাকে মেসেজ করতে গিয়ে মনে পড়ল,
তুমিই তো না করেছ সেটাও।
তোমাকে অমান্য করি কি করে।
জানি আজ সারারাত ঘুম আসবে না,
শুধু তুমিই, শুধু তুমিই থাকবে
আমার রাতের আকাশে ধ্রুবতারা হয়ে।