শিশির ভেজা সুন্দর একটা সকাল,
স্নিগ্ধ ঘাস আর বাতাসে ফুলের সুবাস,
অথচ তার আগে, বিষাক্ত একটা ঘুম,
তছনছ করে দেওয়া, স্বপ্নময় ঘুমের জগৎ,
তুমি উল্টে পাল্টে দাও, আমার বন উপবন,
মরে যায় ধানক্ষেত, তুমি জ্বালতে পার,
এমন এক আগুন, যাতে জীবনের সব
কোষগুলি, তার বুক থেকে সব রক্ত,
শুষে নিয়ে, ক্ষত বিক্ষত হৃদয়, তুমি পার,
প্রতিদিন কত শত আত্মহত্যা, তুমি,
ভোরবেলায় সবচেয়ে বিষাক্ত অস্ত্র,
প্রগাঢ় কোন আত্মহত্যায়, দীর্ঘশ্বাস,
কেঁপে ওঠে আমার অন্তর, গোলাপের
সিঁড়ি বেয়ে উঠতে থাকি আরও উঁচুতে,
আমার সম্পূর্ণ জন্মটা, ফাল্গুনের বাতাসে,
তারপর, ঝরে পড়া, শুধু তোমার উদ্দেশ্যে।