হে দুর্ভাগা দেশের মানুষ, তুমি
বাঙালী, আজ তুমি শুধু কাঁদো,
ভাগ্যহত এই বাংলার যত মানুষ,
আজ পৃথিবী কাঁপিয়ে তুমি এক,
অসীম, অনন্ত ক্রন্দনে মেতে ওঠো।
একত্রিত করে তোল, তোমাদের এই,
মাটি থেকে উঠে আসা কান্নার সুর,
কল্লোলিত হোক, তোমাদের মাঝে,
আনন্দবঞ্চিত, সমস্ত শোকের ঋণ,
আজ কান্নার দিন, তুমি শুধু কাঁদো।
আজ ভেসে যাক, ডুবে যাক দেশ,
পুত্রহারা পিতার নিঃস্তব্ধ কান্না শুনে,
ধর্ষিতা কিশোরীর অসহায় চোখের জলে,
সদ্যমৃত প্রথম সন্তানের জননীর সঙ্গে,
সমস্ত নিঃস্ব মানুষের জন্যে কাঁদো।
এই স্বাধীন বাংলায়, কোন উল্লাসে নয়,
অসহায় ক্ষোভে, প্রাণের বেদনায়, প্রকৃত
বুকের কান্না ঝরে পড়ুক মাটির উপর,
পাপ মগ্ন, নির্মম নিষ্ঠুর আজ এই দেশ,
তুমি, তাকে পাপ থেকে মুক্ত কর কান্নায়।