পড়ন্ত বিকেলে, আবীর ছড়ানো রোদে,
তুমি এসেছিলে আমার একলা ঘরে,
উন্মত্ততা আর সত্যতা, তোমাকে দেখেই,
আমাকে অনাবিল স্পর্শ করেছিল,
তোমার হাসি, তোমার স্বতঃস্ফূর্ত প্রশ্ন,
আসলে আমি কিছুই শুনিনি, নাকি
শুনতে পাই নি, মুগ্ধতায় নিজেকে ভরে।
কি করছিলাম, ভুলে গেছি আজ,
শুধু মনে আছে, সারা ঘরে তোমার গন্ধ,
বেশিক্ষণ ছিলে না তুমি, ঠিক কতক্ষন,
রবীন্দ্রনাথের ক্ষণিকা, নাকি রূপসী বাংলার
জীবনানন্দের কবিতা, ঠিক জানি না,
স্বর্গের স্বপ্নের মত, দৃষ্টি রুদ্ধ তোমার চোখে,
আমার ঘোর কাটার আগেই, তুমি রাস্তায়।
কেন এসেছিলে তুমি, আজও খুঁজে বেড়াই,
এই প্রশ্ন নিয়ে, আমার কবিতার খাতায়,
শূন্য ঘরে, আকাশ নীলে, তারায় তারায়,
ঘরের পাশে, টগর গাছের পাতায় পাতায়,
তোমাকেই ভাবি, বিনিদ্র রাতের বিছানায়,
তোমারই স্মৃতি, যক্ষের মত বুকে চেপে ধরে,
তোমারই প্রতীক্ষায়, কখন আবার আসবে তুমি।