মধুমিতা, তুমি বলে দাও, সখী,
সুখ কি তোমার, চিরন্তন সাথী,
কোন সে অনুভবের বাইরেই,
তোমার ওই লালপেড়ে শাড়ি,
কপালে চন্দনের টিপ, আর
মুখে হাসি, বুঝি বাতাসের স্বরে,
গলে যায়, আমার সত্তার সুরভী।

আমি একা, নিঃসঙ্গ এই পথে,
রোদ আসে, মেঘ দেয় কত বৃষ্টি,
কত সোনালী হলুদ ফুল, স্তবকে,
ফোটে যেন, বিন্দু বিন্দু সুখেরই,
এক অনাবিল সৃষ্টি, ক্ষণকাল,
সবকিছু, মাথা নীচু করে দেখি,
আমি, চিরজনমের এক দুখী।

এখানে আসে না আজ কেউ,
সবকিছু বদলে গেছে, স্তব্ধতা
গুঞ্জিত, তোমার পায়ের নীচে,
পাতার মর্মরে, তবু এক শিল্পিত,
তোমার আমার মাঝে, দুরত্ব অটুট,
তুমি বলে দাও, চিরদিন তারই রূপ,
দূরের আকাশ, আজ কাকে বলে সুখ।