আমি কি তোমায়, প্রতিটি নবাঙ্কুরে,
আগন্তুক বসন্তের সঙ্গে, তুলনা করব ?
তুমি কি আরও সুন্দর, দখিনা বাতাসে,
আরও কোমল, নাতিশীতোষ্ণ হয়ে উঠবে ?
প্রিয়তমা, আমি মৃদুমন্দ বাতাসে কাঁপি,
পলাশের কুঁড়ির মত, বসন্তের রাত,
ক্রমশ, ছোট হয়ে যায়, যেমন করে,
জীবনের একটি একটি করে তারিখ,
কখনও কখনও নীলাভ আকাশ,
পলাশের রঙে লাল হয়ে যায়, তার
চোখ জ্বলে ওঠে, সৃষ্টির কামনা বুকে,
রূপে রসে, অপরূপ করি, এই দেহমন।

কবির দুরন্ত আগ্রহে, আলোকের এক,
অর্ধস্ফুট স্বরে, তোমার হেঁয়ালি ভাষায়,
অসমাপ্ত যায় কিছু, জানিনা দৈবক্রমে,
অথবা প্রকৃতির পরিবর্তনের গতিপথে,
অপ্রকাশিত, অথবা প্রকাশিত মিলন,
ম্লান হয়ে যায়, শুধু তোমার চিরন্তন,
অধিকার না হারানো বসন্ত, কোনদিন,
ম্লান হয় না, আমার মৃত্যুও গর্বিত হয়,
তুমি, তার ছায়ার সাথে ঘুরে বেড়াও,
বেড়ে ওঠ তুমি, তারই অনন্ত রেখায়,
যতক্ষণ, আমার চোখ দেখতে পায়,
ততক্ষণ, আমাকে বাঁচিয়ে রাখ, তুমি।