তোমার আঁখির পরে, আজকের দিনে,
স্মৃতিতে জড়িয়ে, জীবন আজ মিছে,
দিগন্তে ছড়ায়, হৃদয়ের পাকে পাকে,
মুহূর্তের ভুলের, ক্ষীণায়ু স্ফুলিঙ্গ ছড়ায়,
জমে আছে মেঘ রাশি রাশি, তবুও তো
কত ঝড়, মেঘ আর বৃষ্টি, হয়ে গেছে,
আকাশ কি মনে রাখে, ভুলে গিয়ে,
তুমি আছ, আমি আছি, বনানী কেঁপে
ওঠে ঝড়ের বাতাসে, পরম বিস্ময়ে,
অন্ধকার মেঘের ফাঁক থেকে, এক
আলোর রেখা, গলানো সোনার মত,
ঝরে পড়ে, হৃদয় ভরে নিই স্বপ্নের সুধায়।

তবু এই আবেশ বিহ্বল, ছায়ামাখা প্রহরে,
মনে পড়ে অকস্মাৎ, ধুলার ধুলি হয়ে,
এই অসমাপ্ত পরিচয় ফেলে রেখে,
যেতে হবে একদিন, মরণ শাসায়,
মলিন পাতায়, সেই বার্তা যেন ঝরে,
জীবনের অবশেষ গানে, আজও আমি,
তোমারে যে, ভাল করে চিনি নাই, আজও
বাকি সব কথা, প্রাণ ভরে পাইনি তোমায়,
অশেষ বিরহী আমি, এই ভঙ্গুর খেলাঘরে,
আরো কাছে যেতে চেয়ে, আরো দূরে,
সরে সরে যায়, তবুও তোমার আলোয়,
মগ্ন হয়ে রই, এক অপূর্ব আনন্দ চেতনায়।