আমি অনেক অনেক দিন, নিভৃতে,
এক অগাধ ঘুম, অন্ধকারের ঘুমে,
ঘুমিয়ে ছিলাম, আর জাগবো না জেনে,
পৌষের অন্ধ রাত, হৃদয়ে মৃত্যুর শান্তি,
অনন্ত মৃত্যুর সাথে, গভীর মিশে থেকে,
যেন নদীর জলের সাথী, প্রবহমান,
এক যন্ত্রণা সয়েছি, প্রদাহের মত করে,
আকাশের নীল আভায়, পাণ্ডুর চাঁদ,
নিজেকে গুটিয়ে, দিগন্তে ডুবে যায়,
কি গভীর নিশীথে, কীর্তিনাশার দিকে।
আজ দিনের আলো নেই, উদ্যম এক
মুর্খ উচ্ছ্বাসে, তবু পৃথিবীর জীব হয়ে,
লাল আকাশে, কোন সে সূর্য জাগে,
সমস্ত হৃদয় ভরে যায়, ঘৃণায়, দুঃখে,
দিশাহীন স্বপ্নে আক্রান্ত পৃথিবী, উৎসব,
অক্লান্ত, অবিরাম পশুত্বের আর্তনাদে,
উৎসব শুরু হয়, স্পন্দন, সংঘর্ষ, ক্লেদ,
বেদনার এক ভয়াবহ আড়ম্বরে মেতে,
আমি তো অন্য কোন গ্রহের জীব নই,
তবু, তোমাদের পৃথিবী, চিনিনি কোনদিন।