এক একসময় ইচ্ছে করে,
ঘুরিফিরি, তারপর সন্ধ্যায়,
অরণ্যর অন্ধকার, মরমী
আকাশ, তারস্বরে বলে উঠি,
মধুমিতা, স্মৃতি ভারাতুর চাঁদ,
পাপী মন, লোভ, বস্তূপণ্যের
আদিম চাহিদা, আকন্ঠ এক
পিপাসায় নিজেকে লুকানো,
নিজের নিকটে নত, তোমার
চোখের নীচে, ক্ষোভে, ঈর্ষায়,
অনুভূতিশীল মেঘ, রক্তাক্ত,
পলাতক, পরাজিত তমসায়।

আমার এক ফোঁটা হাহাকার,
একাকীত্বের ভগ্নাংশ জুড়ে জুড়ে,
ভালবাসবার শোষণের নামে,
আজ তোমার স্পর্ধিত যৌবন,
তবু বুকের ভিতর কত দীর্ঘশ্বাস,
কোন ভূগোল, ইতিহাস জানিনা,
শুধু আমার একা থাকার পাশে,
তোমার একাকার বিস্তৃতি নিয়ে,
আজ দুঃসাহসে আমার কবিতা,
পুনর্বার, ক্ষমার অযোগ্য মূর্খতা,
তবু, আজ আমাকে স্বীকৃতি দাও।