এই পৃথিবীতে যত দিন বেঁচে থাকে,
আমাদের স্থবির জীবন, আমাদের আয়ু,
ততদিন, মৃত্যুর শব্দ শোনে প্রতিদিন।
হৃদয়ের চোখ বন্ধ করে রেখে দিয়ে,
ঘুমের ভান করে, সুযোগে, দুর্যোগে,
শুধু তৃপ্তি পেতে চায় আমাদের কান।
তবুও এক একদিন কেন মনে হয়,
ঘরের উঁচু নিচু দেয়ালের খাঁজ বেয়ে,
খসে যায় আমাদের সন্তুষ্টির মন।
ভোরের ভিতর থেকে সূর্যের আলো,
তবুও তো বিকেলের দিকে চলে যায়,
রাতকে উপেক্ষা করে, আবার ফিরে আসে।
এই সূর্যের আলো, তার কোন খাদ্য নেই,
কোন বাসস্থান নেই, তবু তাকে বিশ্বাস করে,
আমরা ঘর বাঁধি, পৃথিবীর দিকে মুখ রেখে।
মানুষ লক্ষ্য চেয়ে হেঁটে যায় নগরীর পথে,
নিরন্তর কাজ করে চলে, শুধু অর্থভোগ করে,
তবুও কোথাও কোন প্রীতি নেই এজীবন ধরে।
মনে মনে ঢের পাপ করে, প্রায়শ্চিত্ত করে,
জীবনের অভিজ্ঞতা, জ্ঞান আর বিশ্বাস ভুলে,
ইতস্তত চলে যায়, যে যার স্বর্গের সন্ধানে।
সকলি যথাস্থানে, তবু যথাস্থান থেকে খসে,
জীবনের শেষ হলে, কোন এক আবিষ্ট নিয়মে,
নরনারী চেয়ে থাকে, পড়ন্ত রোদের সূর্যের ওপারে।