নিস্তব্ধ নিরন্ধ্র রাত্রিতে আমি কতদিন
ঝাঁপিয়ে পড়েছি সীমাহীন সুনীল আকাশে,
কতদিন ওই অন্তহীন নীলিমায়
কত মায়াবী প্রহর কেটেছে আমার।
সবই তো মনের খেয়ালে গাঁথা
অগণন তারার এক স্মৃতির মালা
নিদারুণ এক সাহসী ডানায় ভর করে
নিজের অস্তিত্বকে এক আশ্চর্য রাজায় পরিণত করা।
সেদিন আমার চোখে আঁকা ছিল
স্বর্গের রুপাভাস, স্বপ্নের বাগানে ছিল
বাসনার ফুলের চরম সুবাস।
আজ এই মায়ালোকের নেশার ঘোর
কেটে গেলে আমি এই পৃথিবীতে
শেষ রাতে জানিনা নামব কোথায়?
নিশ্চল নিরেট অন্ধকারে,কোন পথ ধরে
আমি কার কাছে যাব?
আজ রাত্রির করুন স্তব্ধতায়,
শূণ্য প্রহর শুধু দীর্ঘশ্বাস ছড়ায়।