থমথমে রাত্রির নৈ:শব্দের প্রহরে,
নিজেকে কেমন যেন একটা
বেখাপ্পা মনে হয় আমার,
নিজেকে মনে হয় পরিচয়হীন,
নাম, ঠিকানাবিহীন, এক অজানা মানুষ।
আমি যেন দিশাহীন এক পথে
চলতে থাকি কোন এক অদৃশ্য মহিমায়,
অদ্ভুত রহস্যময় এক প্রকৃতির মাঝে।
এক অদ্ভুত আঁধারে ঢাকা চারিদিক,
কোনদিকে কোন মানবসত্তা দেখিনা,
যে আমাকে বলে দেবে আমি কে ?
গলায় আওয়াজ এনে চেষ্টা করি
নিজের উপস্থিতি প্রাণপনে বোঝানোর,
অথচ ব্যর্থ হয়ে যাই প্রতিবার।
অবচেতনের ছায়াচ্ছন্ন গুহায়
এক পাখির আর্তনাদ শোনা যায়,
আমার সমস্ত স্বপ্নগুলো যেন শুষ্ক,
শীতার্ত গাছের পাতার মত ঝরে পড়ে,
আকাশের তারাগুলি উপহাসে মাতে।
আমার কবিতা করুন আহ্বানের মত
এক সুর নিয়ে ধূ ধূ করে উড়ে যায়,
মরীচিকা সুদূরে সীমানাবিহীন,
আবার ফিরে আসে পুনরায়।
সাথে নিয়ে আসে কিছু স্মৃতি, তার সাথে
অবিরল ভ্রম নিয়ে সোনালী ঘ্রাণ,
স্তুতিগানে মাতে শুধু ফিরে আসা স্মৃতি।