একদিন তুমি এসেছিলে, দূরে যেন,
সমুদ্রের জলে, ভেসে আসা ফেনা,
আস নাই আর ফিরে, কোন সাঁঝে,
শাড়ির আঁচলে বেঁধে, বৈঁচির মালা,
একরাশ নক্ষত্রের তলে, কোন রাতে,
লঘু পায়ে চলে গেলে জীবনের কাজে,
অস্পষ্ট পায়ের শব্দ, পাতার উপর,
মৃদু স্বরে বাজে, সারারাত ক্লান্ত হয়ে,
যেন এক মানবীর ছায়া, এসেছিল,
পৃথিবীর ঘুমধরা শীতে, ধূসর শেষরাতে।
আজ এই চেয়ে থাকা, স্থিতি অফুরান,
জীবনের রূপ আর বিচ্ছেদের ঘ্রাণ,
জেগে থাকা, পৃথিবীর অবলুপ্ত জ্ঞান,
ইচ্ছা, কাজ, শেষ হয় পৃথিবীর পথে,
স্তব্ধ সব মাটিতে মিশে, নষ্ট সত্যতার,
চিরন্তন মিশে যাওয়া, চোখ নীলাকাশে,
শুয়ে থাকা পৃথিবীর সময়ের ঘাসে,
তবু এসেছিলে একদিন, অকস্মাৎ,
ফিরে আর আস নাই, স্নিগ্ধতায় ভরে,
নিভৃতে এসে, দরজায় করোনি আঘাত।