প্রেম হবে প্রেম হবে বলে,
একসময় মনে হত, বুঝিবা,
ইচ্ছা করলেই পাব তোমায়,
ভাবিনি, কোনদিন পাব না,
বিকেল ফুরিয়ে এলে, তবুও
তোমায়, আর কোনদিন, জানি,
তুমি বিবাহিতা, কিন্তু তাতে
আমার আর কি আসে যায়,
জ্বালাপোড়া থামাতে পারছি না,
উদভ্রান্ত কুকুরের মত রাস্তায়।
এখন তীরে বসে বসে সূর্যাস্ত,
জল খায়, নদী, সমুদ্র, জলরাশি,
নিমেষে শুকিয়ে, রক্তাক্ত বালিখাদ,
শহর মরা কাঠ, ইট, স্তুপ, সন্ধ্যায়,
এখানে সমাপ্তি, সামনে জলধারা,
জানি, অন্য কারও জন্য ওই স্রোত,
তারপর, অন্য কারও ঠোঁটে, তোমার ঠোঁট,
আমার বুকে ভরা, একমুঠো অন্ধকার,
তবুও মধুমিতা, আরও একবার,
শেষবার, আমাকে পুড়িয়ে কর ছাই।