আর কত নিঃসঙ্গ রাত, নিভৃতে নীরবে,
বসে থাকব তোমার প্রতীক্ষায়, অন্ধকারে,
কল্পনার মায়াজাল বুনে, জানলার কপাট খুলে,
আকাশের নক্ষত্রদের গল্পকথা শুনে শুনে,
প্রতিদিন, প্রতিরাত, তোমায় খুঁজে ফেরা,
এই বর্ষার গন্ধরাজে, শুকিয়ে যাওয়া গোলাপে,
আর ঝিরি ঝিরি বৃষ্টিতে, হাওয়ায় হাওয়ায়,
প্রকৃতপক্ষে যেন এক বেকার হৃদয়ে।

তোমার দেখা তো অনেকদিনই স্থগিত,
তবুও তোমাকেই দেখি, টেবিলের পিছনে,
হঠাৎ করে চলে যাওয়া ট্যাক্সির জানালায়,
ক্ষণিকের জন্য স্মিত হয়ে লুপ্ত হয় সকল দ্বিধার,
অথচ জানি এ তুমি নও কিছুতেই,
শুধু বিভ্রম, অথচ যদি সত্যি হতে তবে,
কিছুতেই কাটত না, সময় আমার এভাবে,
নিরাময়ের রেনু ছিটিয়ে দিতে আমার দুষ্ট ক্ষতে।

জানি না, এই বিভ্রম আমার কাটবে কবে,
আর কতকাল আমি নাকাল হব, তোমার,
এই মেঘের, নদীবক্ষে মাতাল হাওয়ার স্বেচ্ছাচারের,
আর কতদিন কাটাবে হৃদয় এই পরবাসে,
প্রতিক্ষণ যাকে আমি কল্পনায় চাই একাকিনী,
দুপুরে, অপরাহ্নে, আমার স্মিত একাকী ঘরে,
সেই শান্ত, কাজল কালো চোখের, স্বপ্নের মেয়ে,
আমারই খণ্ডিত গৌরব, সে কোথায় থাকে ?