দেওয়ালে একটা পোকা, প্রাণ বিন্দু,
কামনার চেয়ে বেশি তৃষ্ণায় হিংসা,
এক সরীসৃপ, রসনা গুটিয়ে, ওৎপেতে,
সংহারের আশায়, রুদ্ধশ্বাস মুহূর্ত গোনা,
নিষ্করুন নিঃশ্বাস, প্রাণ কি পলকে শেষ।
সাদা কালোর আলো ছায়ায়, গহনে
মনের স্বখাত মায়ায়, নকশা সাজাই,
ঢের কাটাকাটি, নিজের সাথেই অভিনয়,
ছলবল সব কৌশল, কিছু বুঝি নয়,
গোঁজামিল ছাড়া, মানে কিছু বুঝি না।
বিফল জীবনের মাপ নিয়ে, নীড় বাঁধা,
নিরাপদ সঞ্চয়ের কড়ি গুনে, অতৃপ্ত,
ঈর্ষায় হিংসায়, শুধু কি লাভের লালসা,
অক্ষমের দানবীয় দুর্বলতা, দূর্বোধ বিস্ময়ে,
খণ্ডিত জীবনে, অন্য আকাশে উন্মুখ।
স্বর্ণময় তপস্যায় অর্জিত, কোন সে ভুল,
মূল কেটে চলে, হৃদয় চিরদিন প্রীতিহীন,
আকাশের প্রচন্ড সূর্যকে আড়াল করে,
দশদিক হতে, আলো আসে অসংকোচে,
তবু পাথরের মত ঠান্ডা, সরীসৃপ হয়ে যাই।