এখন তো কারও কাছে সময় নেই,
সময়ের সমুদ্রে ভাসছি, তবুও তো
এক মুহুর্ত সময় আমাদের নেই,
খোলা পড়ে, গল্পের বইয়ের পাতা,
উপন্যাস, সে তো হারিয়েছি কবেই,
তিন পাতার কবিতা হলেও আমি,
বলতাম কত কথা, অনেক সোজা,
নতুন কিছু, কি করব আমি এবার ?
চোখে মুখে প্রবল, বিহ্বল উত্তেজনা,
মাথায় চলতে থাকে গভীর গবেষণা।
টুকরো টুকরো, জড়ো করা সব কথা,
কবিতায় দু - চার পংক্তির মাঝেই,
করতে হবে প্রয়াস, আমার সমস্ত,
বেদনা প্রেরণার, ছোট ছোট নিঃশ্বাস,
পৌঁছাতে হবে ঠিক, উপলদ্ধির গোড়ায়,
চেতনার রঙে রাঙিয়ে, জাগবে পাঠক,
প্রতিটি জীবন, হাজার আমির মাঝে,
হতে দেব না স্তব্ধ, আজ শূন্য দিগন্তে,
শ্বাসটুকু বুকে টেনে, তবু খুঁজি সময়,
বড় সংশয়ে আমি, এ সময় না এসময়।