আগত আর অনাগত সব দিন,
তারই মাঝে, এইখানে বসে আমি,
এই দিক আর ওই দিক, দুয়েরি,
প্রাণের মাঝে, বিশাল এক শূন্যতা।
আমার ব্যাহত ঘরে, সংযমে পৃথিবী,
দিকভ্রান্তিহীন, নতুন মৃত্যুর বীজ,
পৃথিবীর অবিচ্ছিন্ন পাতা ঝরা,
গহন আলোকে, অথবা অন্ধকারে।
পৃথিবীর মানচিত্রে, আশা আর নিরাশা,
ভূগোললোকে মিশে, অনন্ত অমায়,
নীল আকাশকে ঈষৎ খুলে ফেলে,
প্রতিভাত, নির্নিমেশ সময়ের মত জ্বলে।
ঘর ভেঙে ঝরে গেলে, হৃদয় কম্পনে,
বাজে নতুন ধ্বংস আর বঞ্চনার ধ্বনি,
মহাজীবনের নবীন লক্ষ্যের সফলতা,
দিন তার শেষ করে আলোর বাতায়নে।
আবর্তিত পৃথিবী, আমার চোখের পরে,
মুমুক্ষুর অবতারে আপামর সমুৎসুক,
পবিত্র সময় পথে, ভগ্নাংশকে শেষ করে,
মথিত বিষের মত, আজ সহজ কঠিন।