আজ এই সকালে, দুটি হাত তুলে,
মোহের দুঃস্বপ্নের জাল ছিঁড়ে ফেলে,
অভিশপ্ত নীল আকাশের দিকে চেয়ে,
পূর্ব দিগন্তে, এক মাঙ্গলিক ধ্বনি বাজে,
মোর হৃদয় মাঝে, এক আলোর সুরে।

যন্ত্র, ষড়যন্ত্রের চক্রান্তে, সমাপ্তির শঙ্কায়,
লোভ, হিংসা, নিঃশব্দ লোলুপ ফেরে,
ছদ্মবেশে, সুখের আশায় আশায়,
লালসার দৈন্যে, মোর ক্ষুব্ধ বুকে,
অগ্নিকুন্ড জ্বলে, অনির্বাণ দিকে দিকে।

আজ বিহঙ্গের নীড়ে, সভয়ে আলোর রেখা,
অগণিত মানুষের, আশার ফানুস ফাটে,
সীমাহীন রাত্রির রহস্যে, স্বেচ্ছা নির্বাসনে,
সহজ প্রাণেরে ভুলে, নিষেধের প্রান্তে,
ব্যঙ্গ সমারোহ, এক বিকলাঙ্গ জীবনের।

লুঠ করে নেয়, যেথা যা কিছু পায়,
আকাশ, বাতাস, নারীর রূপের বিকাশ,
প্রেমের প্রকাশ, মোক্ষ চেয়ে মুর্খ,
কালের হাতেই কাল, দুদিনের এই স্বর্গ,
সব ভরসার, শ্মশানেই শেষ অর্ঘ।

আমার ব্যথিত বুকে, ষড়যন্ত্র ভেঙে,
পুঞ্জীভূত কালিমা, আর সব আবর্জনা,
লজ্জা, গ্লানি, পাপ, শেষ হয়ে যাক,
আলো, গন্ধ, রূপ, ভরে প্রাণ পেয়ালায়,
এক আলোর ধারায়, যাক সব মনস্তাপ।