আজ এই রাত্রির শেষ বাসে উঠে,
আমি তোমাকেই হঠাৎ ভাবতে থাকি,
আর ভাবি, আমি ঠিক যাব কোথায়,
নামব কোথায়, তা তো জানা নেই,
তোমার ঠিকানা আজ বড়ই অচেনা,
থাক ক্ষতি নেই, ভাবব না হয় পড়ে।

তবে এখন দুচোখ ভরে কি দেখব,
এই অন্ধকার হাতড়িয়ে, পথ শেষে,
আমি কি খুঁজে পাব তোমাকে কোথাও,
নাকি এই নিশ্চল, নিরেট অন্ধকারে,
শুধু শূন্য প্রহরের দীর্ঘশ্বাস, আর কিছু নেই,
নিজেকে হঠাৎ নেশাগ্রস্তের মত মনে হয় ।

আমার চোখের পাতা ভারী হয়ে আসে,
সাফল্যের ধারাবাহিকতা কোথায় হারিয়ে,
আজ হৃদয়ে স্তব্ধ হয়ে যায় সব কিছুই,
এই রাত্রির করুন স্তব্ধতায়, নির্বোধের মত,
আমি তোমার অস্তিত্বের সুরভী খুঁজি,
অনেকটা দিনের অবুঝ চিৎকারের মত।

এই রাত্রির শেষ বাসে, আমার স্বপ্নের ঘোরে,
অবুঝ হৃদয়ে শুধু তোমাকেই খুঁজে বেড়াই,
আয়ু ধিকি ধিকি করে জ্বলে, কবিতার অন্তরালে,
স্মৃতির আকাশ নেমে আসে মাটির কাছাকাছি,
আমার দম বন্ধ হয়ে আসে, কষ্ট হয় খুব,
কারণ তুমিই আমার নিঃশ্বাসের অবকাশ।