আজ রথযাত্রা, জগন্নাথের রথ ভক্তেরা টানে,
আর আমি টেনে চলেছি জীবনের এই রথ।
আমার একলা জীবনে কোন শৈশব নেই,
কোন কৈশোর নেই, আছে শুধু বলদৃপ্ত যৌবন।
যৌবনদৃপ্ত পুরুষের মত প্রতি রাত্রি, প্রতি দিন,
আমি টেনে চলেছি জীবনের এই রথ।
কেউ কোথাও দেখুক বা না দেখুক,
কারও মনে রেশ কাটুক বা না কাটুক,
ছন্দহীন ছুটতে থাকি, প্রান্তর পেরিয়ে,
কখনও বিস্তীর্ণ বনভূমির মধ্য দিয়ে,
যত দিন যায়, অতীতের বোঝা যেন,
তত বেশি করে ভারী হয়ে ওঠে।
যতই ঘাম ঝরে পড়ে আমার শরীর থেকে,
যতই ক্লান্তি থাবা বসায় আমার শরীরে,
ততই অদম্য আকাঙ্খায় আমি ছুটতে থাকি।
কখনও মনে স্বপ্ন জাগে, পঙ্খীরাজ হয়ে,
মুহূর্তে চলে যাই আকাশে তারার মেলায়।
আবার মাটিতে নেমে আসি উতলা হয়ে,
যেন কোন এক সঞ্জীবনী আলোর খোঁজে,
চক্রাকারে ঘুরতে থাকি অন্ধকারের মাঝে।
ক্রমশ ক্লান্তির কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ি,
এখনিই কি ঘর্মাক্ত শরীরে লুটিয়ে পড়ব ধুলোয় ?