রাতের তারায় তারায়, মুছে যায় আমার,
সকালবেলার রোদ, ভবিষ্যতের ভাবনা,
পাখির ডানার ঝলসানি, মেঘের আনাগোনা,
হয়ে পড়ি, নিদ্রা প্রভাবিত, স্বপ্ন নির্ভর পর্যটক।
নিঃসঙ্গতা আর বিষন্নতায় ভারাক্রান্ত,
একাকীত্বের জালে, নিজেকে বঞ্চিত রেখে,
ভুল করার অধিকার নিয়ে, কিছুতেই,
স্বীকার করার সাহস, পারি না দেখাতে।
সূর্যের আলো আর তুষারের তীব্র কামড়,
উপেক্ষা করে, অন্য এক আদিম পৃথিবী,
লক্ষ বছর আগে কল্পনায়, পৌঁছে যাই,
খুঁজে পাই, অন্য এক যুগের মানুষ।
সাদরে গৃহীত হই, আমি তাদের মাঝেই,
সযত্নে মিশে যাই ধীরে, তাদের সাথেই,
না,এখানে কোন ব্যক্তির জন্য কিছু নেই,
যা কিছু খাবার, অস্ত্র, বাসস্থান, সবার।
সকল নারী এখানে স্বৈরিতায় নিপুণা,
সকল পুরুষের অজাচারের স্বাধীকার,
কোন যুদ্ধ নেই, কোন প্রতিযোগিতা নেই,
সবাই সবার জন্য, সবার প্রয়োজনে।
দিন যায়, এক আদিম নারী, কাছে আসে,
সামুদ্রিক শ্যাওলার মত চুল, মায়াবী চোখ,
সেই আদি, অনন্তকালের নারীরই চোখ,
মন বলে, আমি এই যুগেই থেকে যাই।