তুমি কি এখনও জানতে চাও না,
আজ এই সন্ধ্যারাতে, কি কথা
বলার আশায় দাঁড়িয়ে আছি,
নিয়ে করপুটে, এক প্রেমগাথা,
তা কি বলা সম্ভব, সেই কথা,
রাত পোহাবার পরে, জানি না।
কিন্তু অপেক্ষা করার সাধ্য,
না বলা কথা বয়ে চলার,
আজ তো আমার আর নেই,
তাই কাঙালপনা, অঞ্জলি প্রসার,
আকাশে তারারা নিভে গেলে,
আর তা কখনও বলা হবে না।

এই যে আমি হাত বাড়িয়ে আছি,
তোমাকে স্পর্শ করার জন্য,
এক অযাচিত চাওয়া, পূর্ণতার,
এই উষ্ণ হাত, পৌরুষের উষ্ণতা নয়,
এক নিতান্ত মানবিক, নান্দনিক স্পর্শ,
তোমাকে ছোঁয়ার অপেক্ষায়, স্পষ্ট।
এক জলজ্যান্ত বিশ্বাসে, অক্ষুন্ন আভায়,
আমার প্রাণের বাগানে, তোমার কামিনী,
হবে প্রস্ফুটিত, তুমি ধুলোয় লুটিয়ে,
আমাকে একা ফেলে গেলে, নিশ্চিত,
হেমন্তের পাতাঝরা দিন শেষ হলে,
শীত আসবেই, রাত শেষের পরে।