বত্রিশ ধানমন্ডি রোড, একাত্তরের
সমস্ত ধর্ষিতা নারীরই ঠিকানা,
তাদের পিতার বাসস্থান, নাম,
সেখানে আজ চলে বুলডোজার।
ক্লিষ্ট, নিহত রক্তের স্রোত শেষবার,
বিপ্লবের মুখ, নাকি বনমোরগের,
ডানা ঝাপটানোর প্রয়াস, অন্ধ
শাবকের, পিতার শিকারের উল্লাস।
পিঁপড়ের মুখে গান, নিহত ভাবুক,
জানিনা, করুণার ফুটপাতে কারা,
মাঝরাতে, মৃতের শহর কাঁধে তুলে,
আরাধ্য কোন করতল, তৃষ্ণা মেটায়।
তমসায় কেবলই পাপ, পরাজয়,
কোন পিপাসায় আকন্ঠ উন্মাদ,
হীন দস্যুর মত, খুনীর পাশে খুনী,
আঙ্গুলের ফাঁক দিয়ে, রক্ত ঝরায়।
তোমাদের তৃষ্ণার নীচে, হাঁটু গেড়ে,
বসে এক আদিম সততা, মানুষের
রক্তে, পশুত্বের হেঁয়ালি বার্তা, ধ্বংসের
হল্লায় ধুয়ে, ভীষণ ব্যর্থ আমাদের পথ।
সমবেদনার গান, স্মৃতি সমুদ্রে ডুবে,
নিভৃত জ্যোৎস্নায়, আলুথালু খুঁজি,
উত্তপ্ত শরীরের গায়ে, স্থিতির মুখ,
এঁকে নিয়ে প্রার্থনায়, পৃথিবীর সুখ।