আমার হৃদয়ে আজ পৃথিবীর আলো,
যেন এক অদ্ভুত বোধের জন্ম দেয়,
সময় যেন আমাকে তাড়া করে,
আজ আমার একটা স্বীকারোক্তি চায়।
আমার কলমে, আমার কল্পনার উপমায়,
আমি তিলকে তাল বানিয়ে নিয়েছি,
বেশরম কলমে, অতিরঞ্জনে আমি
অক্ষরমালা সাজিয়ে পর্বে পর্বে
এমন একটা ছবিও এঁকেছি,
যাতে মনে হতে পারে কখনও
আমি ছিলাম তোমার আলিঙ্গনে।
অথচ আমি নিজেই আশ্চর্য হয়ে যাই,
কোন কুটিল সত্ত্বা ভর করে আমায়,
আকাশের নক্ষত্র খচিত আঁচল আমি
খেলাচ্ছলে বার বার পড়িয়েছি তোমায়।
পৃথিবীর রোদ আর জ্যোৎস্নার দোলনাকে,
সমুদ্রের তীরে বসে ঢেউয়ের ছন্দকে,
তোমার অকথিত উচ্চারণ ভেবে নিয়ে
আমার এই অপরিণামদর্শী উচ্ছলতা,
দিশাহারা, মরীচিকার পিছনে ছুটে চলা,
এক পথভ্রষ্ট পথিকের আর্তনাদ আর
সত্যের নগ্নতাকে অস্বীকার ছাড়া
আর অন্য কোন কিছুই তো নয়।
তবু কেন যেন আজও মনে হয়,
তোমার ওষ্ঠেই ছিল অমৃতের আস্বাদ,
আমি যেন আজ চৌচির হয়ে যাই,
ভালবাসার খরায়, আমি তো কাঁচের নই,
আমি তো মানুষ, তবুও কেন ??